Ronald Robertson

হোসাঈনাবাদ মদিনাতুল উলুম মাদরাসা

একটি কওমী মাদরাসা

মাদরাসার ৬ তলা নতুন ভবনের কাজ চলছে।

 মাদরাসার ছাত্রদের স্থান সংকুলান না হওয়ায় নতুন ভবনের কাজ করা বাধ্যতামূলক হয়ে পরেছে। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরশা রেখে কাজ শুরু করা হয়েছে।

আল্লাহই কাজ শেষ করা পর্যন্ত সমস্ত সরঞ্জামের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ। মাদরাসার সকল হিতাকাঙ্খীদের কাছে আরজ, আপনারা দুই রাকাত আলাদা ভাবে নফল নামাজ পড়ে আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর তৌফিক হলে মাদরাসায় যোগাযগ করে আর্থিক সহযোগিতা করার জন্য আহবান করছি। আল্লাহ তায়ালা আমাদের সকলের কাজগুলোকে কবুল করে নিন। আমিন। 










মন্তব্যসমূহ

Dark Template