এখানে মোটামোটি সব ফটো দেওয়া হয়েছে। শুধু এক ক্যামেরার ছবি এখানে আছে আরেক ক্যামেরার ছবিগুলো পরে পেয়ে যাবেন। অনেক চেষ্টা করেছি সবার ফটো নেয়ার জন্য।
কিন্তু ভীরের কারণে নিতে পারি নাই। অনেকে আবার লজ্জা পেয়ে ছবি তোলার কথা বলেনি। আমি মনে করি তারা ভুল করেছেন।কারণ, যে বলেছে তার ছবিই তোলার চেষ্টা করেছি। আর সব চাইতে বড় কথা হল, কালকে সারাদিন ক্যামেরার পিছনে থেকে অনেক কষ্ট করার কারণে আজকে খুব ব্যাথা অনুভব করছি শরিরে। তার যাদের ছবি ভালো হয়েছে তারা ব্যাথার ট্যাবলেটের টাকা পাঠিয়ে দিয়েন। :) আর যাদের ছবি ভালো হয়নাই তারা আবার বদ দোয়া দিয়েন না। ;)
(যাদের ছবি আছে নাই তাদেরটা দ্রুতই চলে আসবে)
পুরো অনুষ্ঠান জুড়ে ক্যামারার দায়িত্বে ছিলাম আমি শরীফুল ইসলাম ও নাফিজ মোল্লা
কিন্তু ভীরের কারণে নিতে পারি নাই। অনেকে আবার লজ্জা পেয়ে ছবি তোলার কথা বলেনি। আমি মনে করি তারা ভুল করেছেন।কারণ, যে বলেছে তার ছবিই তোলার চেষ্টা করেছি। আর সব চাইতে বড় কথা হল, কালকে সারাদিন ক্যামেরার পিছনে থেকে অনেক কষ্ট করার কারণে আজকে খুব ব্যাথা অনুভব করছি শরিরে। তার যাদের ছবি ভালো হয়েছে তারা ব্যাথার ট্যাবলেটের টাকা পাঠিয়ে দিয়েন। :) আর যাদের ছবি ভালো হয়নাই তারা আবার বদ দোয়া দিয়েন না। ;)
(যাদের ছবি আছে নাই তাদেরটা দ্রুতই চলে আসবে)
পুরো অনুষ্ঠান জুড়ে ক্যামারার দায়িত্বে ছিলাম আমি শরীফুল ইসলাম ও নাফিজ মোল্লা
মাদরাসার পেইজটি লাইক করুন, সেখানে ভিডিওগুলো দেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন